বাংলালিংক সব মিলিয়ে ১ পয়সা কলরেট অফার | Banglalink 1 poisa call rate offer

আসসালামু আলাইকুম,  কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক  ভালো আছেন।
আজকে আমি বাংলালিংক এর নতুন একটি অফার নিয়ে কথা বলবো আসা করি পোস্টটি সবার উপকারে আসবে তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা।

বাংলালিংক সিমে সব মিলিয়ে কথা বলার জন্য পাচ্ছেন মাত্র ১ পয়সা প্রতি সেকেন্ড যেকোনো নাম্বারে,
এই অফার টি পেতে চাইলে রিচার্জ এর মাধ্যমে আপনাকে অফার টি গ্রহণ করতে হবে, এই অফারটি তিনটি পরিমান রিচার্জ এর মাধ্যমে ভাগ করা হয়েছে যেমন ২৯ টাকা, ৫৯ টাকা, এবং ১৫৯ টাকা।

২৯ টাকা রিচার্জে ১ পয়সা প্রতি সেকেন্ডে কথা বলতে পারবেন ৩ দিন মেয়াদে।
৫৯ টাকা রিচার্জে ১ পয়সা প্রতি সেকেন্ডে কথা বলতে পারবেন ৭ দিন মেয়াদে।
এবং ১৫৯ টাকা রিচার্জে ১ পয়সা প্রতি সেকেন্ডে কথা বলতে পারবেন ৩০ দিন মেয়াদে।

Banglalink 1 poisa call rate offer 2020, banglalink call rate offer, banglalink offer call rate, banglalink call rate, banglalink call rate offer 2020, banglalink offer 2020, banglalink 29 tk recharge offer, banglalink 59 tk recharge offer, banglalink 159 tk recharge offer, bl call rate offer, banglalink 1 poisa call rate offer 2020, banglalink 1 paisa second offe,

স্পেশাল কল রেটে নিশ্চিন্তে বেশি বেশি কথা বলুন সব লোকাল অপারেটরে!

বাংলালিংক আপনার জন্য নিয়ে এসেছে মাত্র ১ পয়সা/সেকেন্ড সেরা কল রেট, সব ধরণের ট্যাক্সসহ (ভ্যাট, এসডি ও এসসি)। রিচার্জ করুন ২৯ টাকা (মেয়াদ ৩ দিন), ৫৯ টাকা(মেয়াদ ৭ দিন)অথবা ১৫৯ টাকা(মেয়াদ ৩০দিন)আর উপভোগ করুন এই দারুণ কলরেট!

অফারের বিস্তারিতঃ


  • সকল বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবেন
  • শুধুমাত্র লোকাল মোবাইল নাম্বারের জন্য এই স্পেশাল কল রেট প্রযোজ্য
  • রিচার্জকৃত পরিমাণ গ্রাহকের মূল অ্যাকাউন্টে জমা হবে
  • ২৯ টাকা, ৫৯ টাকা বা ১৫৯ টাকা রিচার্জের সাথে সাথে অফারটি চালু হয়ে যাবে
  • বোনাস/বান্ডেল মিনিটের ক্ষেত্রে এই কল রেট প্রযোজ্য হবে না। যদি গ্রাহকের বোনাস/বান্ডেল মিনিট থাকে, তাহলে কল করার সময়ে প্রথমে তা ব্যবহৃত হবে
  • ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন গ্রাহক একাধিকবার অফারটি নিতে পারবেন। মেয়াদ থাকাকালীন সময়ে একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে
  • স্পেশাল কল রেটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, আগের অফার/প্যাকেজভিত্তিক কল রেট আবার প্রযোজ্য হবে
  • ৫৯ টাকা বা ১৫৯ টাকা রিচার্জের সাথে সাথে দুইটি বোনাস এসএমএস পাওয়া যাবে
  • শুধুমাত্র লোকাল মোবাইল নাম্বারের ক্ষেত্রে বোনাস এসএমএস প্রযোজ্য হবে
  • কলরেটের সাথে ভ্যাট, এসডি ও এসসি অন্তর্ভুক্ত
  • অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য

এক নজরে বিস্তারিতঃ

২৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড মেয়াদ ৩ দিন অপ্ট-আউটের জন্য ডায়াল *১৬৬*১২৯#
৫৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড মেয়াদ ৭ দিন অপ্ট-আউটের জন্য ডায়াল *১৬৬*৬৪৯#
১৫৯ টাকা রিচার্জে ১ পয়সা/সেকেন্ড মেয়াদ ৩০ দিন অপ্ট-আউটের জন্য ডায়াল *১৬৬*৬৫০#

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ, পোস্টটি ভালো লাগলে অবশ্যই  আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরো নতুন নতুন অফার পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

আরো অফারঃ

Post a Comment

0 Comments