Ami To Valo Nei Lyrics (আমিতো ভালো নেই) Samz Vai

Ami To Valo Nei Lyrics Song Is Sung by Samz Vai. Starring: Zaher Alvi And Ontora. Music Composed by Ankur Mahamud. Ami To Valo Nei Lyrics Written by Samz Vai.



Song : Ami To Valo Nei
Vocal, Lyrics & Tune : Samz Vai
Music : Ankur Mahamud
Story & Directed by : Eagle Team
DoP : Rajon Hossain Romm
Edit : Imratul Islam
Color : Shamim Hossain
Music Label : Eagle Music

Ami To Valo Nei Lyrics


অন্ধকার ঘরের মাঝে,
ভাসে স্মৃতি চোখের ভাঁজে
কেউ রাখেনা এখন কারো খবর।
পড়ছে বুকে চোখের পানি
ইচ্ছে ছিল যতখানি,
নিজের হাতে দিলাম আমি কবর।
তুই আছিস ভালো ঠিকই
আমি তো ভালো নেই,
তিলে তিলে পুড়ছে হৃদয় তোরই অভাবে
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেঁদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝি নাতো তোরই মাঝে কেমন মায়া।
একইসাথে পথ চলা,
কত-শত কথা বলা
কত স্বপ্ন দেখাইতি মোরে,
সেই সবই ভুইলা গিয়া
হাসি মুখে বিদায় দিয়া,
কেমনে তুই চইলা গেলি দূরে।
তুই আছিস ভালো ঠিকই
আমি তো ভালো নেই,
তিলে তিলে পুড়ছে হৃদয় তোরই অভাবে।
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেঁদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝিনা তো তোরই মাঝে কেমন মায়া।
বলেছিলে ভুলিবে না
কেন এমন হলো ?
আছে কি তোর মনে আমায়
দেয়া কথা গুলো?
বলেছিলে ভুলিবে না,
আজ কেন এমন হলো
আছে কি তোর মনে আমায়
দেয়া কথা গুলো?
সারারাত এভাবে
কতকাল কেটে যাবে আমার,
তোর লাগি এ বুকে শুধু বেদনার চিৎকার।
আমি তোরে কত ভালোবাসি
বুঝলি না রে তুই,
তোরই কারণে আমি আজও কেদে যাই।
ইশারাতে কেন ডাকে তোরই ছায়া
বুঝি নাতো তোরই মাঝে কেমন মায়া।

Post a Comment

0 Comments